Friday, April 9, 2010

রাক্ষুসে কুকুর

রাক্ষুসে কুকুর
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক

আদ্যিকালের বদ্দ্যি লিখে আমার কবিতার গৌরচন্দ্রিকা
জনান্তিকে থেকে শেষরাতে পাঠ করি নিত্যনতুন পত্রিকা।
যতোসব যশুরে কইয়ের মুখে ফোটে কত খই
শিয়ালপন্ডিতেরা গায় কত রঙের গীত,
কালাপাহাড় দেয়াল তুলে
দশচক্রে ভগবান ভূত।
এখন ভট্টপল্লীতে বাস করে ফাঁসুড়ে রাক্ষুসে কুকুর।
ভূতের বেগার খাটে ভুখাভগবানঃ
জলের দামে কিনে কথার ভট্টাচার্য্য
গল্পের ভুশুড়ি ভাঙ্গে মিটমিটে শয়তান।
আমার কবিতার কালোরাতে ভুখ-মিছিল যেন জলের রেখা
পৌষ পার্বনে পোয়া বারো ভূঁইফোড়ের,
শত্রুর মুখে ছাই দিয়ে চালায় শিয়াল ফাঁকি,
না রাম না গঙ্গা
আরক্তলোচন যমের দোসর
দিনরাত ঘুরে ফিরে রাঁঢ়ের বাড়ি।
খোশামোদের গলেতে ঝুলে তোষামোদের মালাচন্দন,
প্রতিভার ভুষ্টিনাশে ব্যস্ত যত শঠে শাঠ্যং।
ধরাকাট ভীষ্মের প্রতিজ্ঞায়
আমার কবিতার এখন অতি বেশি ঘর্মাক্ত কলেবর।